
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে অন্যান্য ইসলামী দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত দলীয় সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজি আতাউর রহমান বলেন, ‘জামায়াত শরিয়াহ আইনে রাষ্ট্র পরিচালনা নীতি থেকে সরে এসেছে। তাই ১১ দলীয় জোট থেকে অন্যান্য ইসলামী দলগুলোকেও বেরিয়ে আসার আহ্বান জানাই।’
গাজি আতাউর রহমান আরও বলেন, ‘জামায়াত–বিএনপি সমঝোতায় নিজেদের মধ্যে ভাগাভাগি নির্বাচন করছে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি না শঙ্কা দেখছে ইসলামি আন্দোলন।’
২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে চরমোনাই পীর নেতৃত্বাধীন এই দলটির মুখপাত্র বলেন, ‘বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা করবে না ইসলামী আন্দোলন। আসনগুলোতে যাদের সাথে আদর্শিক মিল আছে তাদের সমর্থন করবে আমাদের দল। ইসলামের আদর্শ থেকে ইসলামী আন্দোলন বিচ্যুত হতে পারে না।’